আন্তর্জাতিক ডেস্ক-
মিসরের উত্তর সিনাইতে জঙ্গিদের গোপন ঘাঁটিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ১২ জনকে হত্যা করে দেশটির নিরাপত্তা কর্মীরা।
রবিবার দেশটির স্থানীয় বার্তা সংস্থা এমইএনএ একটি প্রতিবেদনে জানায়। সংস্থাটি জানায়, উত্তর সিনাই প্রদেশের আল-আরিশে নিরাপত্তাকর্মীরা অভিযান চালায়।
জানা গেছে, এই অভিযানে সন্দেহভাজন ১২ জঙ্গি নিহত হয়। কর্তৃপক্ষ তাদের পরিচয় যাচাইয়ের চেষ্টা করছে। বার্তা সংস্থাটি আরও জানায়, উক্ত ঘাঁটি থেকে পাঁচটি রাইফেল উদ্ধার করা হয় যার চারটি ছিলো স্বয়ংক্রিয়। এছাড়া কয়েকটি গুলি ও দুটি বোমাও নিরাপত্তা কর্মীরা উদ্ধার করেন। এদিকে নিরাপত্তাকর্মীদের কারো কোনো হতাহতের খবর জানা যায়নি।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে শুরু হওয়া সিনাইতে জঙ্গি নিধন অভিযানে এ পর্যন্ত সন্দেহভাজন ৩২৫ জঙ্গি নিহত হয়েছে।