Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিন ফিলিস্তিনির শেষ বিদায়ে মানুষের ঢল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০২:২১ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০২:২১ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক-

দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত তিন ফিলিস্তিনির শেষ বিদায়ে হাজারও মানুষের ঢল নামে। শনিবার নিহত তিনজনকে দাফনের আগে হাজার হাজার মানুষ তাদের শ্রদ্ধা জানান। এর আগের দিন ইসরাইলি গুলিতে তারা নিহত হয়েছিলেন।

 

নিহত তিন ফিলিস্তিনি হলেন- চিকিৎসাকর্মী আব্দুল্লাহ আল-কুতাতি (২২), আলী আল-আলাউল (৫৫) এবং আহমেদ আবু লৌলি (৪০)। তাদের মধ্যে রাফা শহরের দক্ষিণে দাফন করা হয় আল-কুতাতিকে। বাকি দুজনকেও রাফায় দাফন করা হয়েছে।

দাফনে যোগ দেয়া ফিলিস্তিনিরা ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন। দফায় দফায় হামলা ও পাল্টা হামলার পর অস্ত্রবিরতিতে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন এবং গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাস ও ইসরাইল সম্মত হওয়ার পর শুক্রবারের হামলায় তিন জন নিহত হন।

গত চার মাস ধরে নিজেদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা।

১৯৪৭ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে লাখ লাখ আরবকে তাদের বসতবাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছিল। নিজ মাতৃভূমি থেকে উচ্ছেদ হওয়ার পর পার্শ্ববর্তী আরব দেশ, পশ্চিমতীর ও গাজা উপত্যকায় শরণার্থীর জীবনযাপন করছেন তারা।

গত ৩০ মে থেকে শুরু হওয়া এ বিক্ষোভে ১৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ হাজারেরও বেশি মানুষ।

Bootstrap Image Preview