ওয়াহিদ সোহান, মালয়েশিয়া প্রতিনিধি-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর শপথ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগ।
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওমী লীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন।
আজ রবিবার মালয়েশিয়া মতিয়ারা কমপ্লেক্সে শোক সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এই সময় বক্তারা ১৫ ই আগস্ট নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। তারা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে করার সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর শপথ নেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. এ. এইচ. এম জাহিদুল করিম, বিশেষ অতিথি দাতুক ফুয়াদ বিন তালিব, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সভাপতি রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমানসহ বাংলাদেশ আওমী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠান উপস্থনা করেন শফিকুল রহমান চৌধুরী ও মিনহাজদ্দিন মিরান।