Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, জুলাই ২০২৪ | ৯ শ্রাবণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অসহায় হতো দরিদ্র ৭শ পরিবারের মাঝে শ্রীমঙ্গলে এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর খাদ্য সামগ্রী বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ০৩:৩৩ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০২৩, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


মৌলভীবাজার প্রতিনিধি।। শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর উদ্যোগে প্রায় ৭শ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে। ১৪ এপ্রিল রোজ শুক্রবার বিকেলে শহরতলীর আজিজ সুপার মার্কেটে হতদরিদ্র অসহায় ৭ শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সমন্বয়কারী বিশিষ্ট ব্যাবসায়ী ইকরামুল ইসলাম ইমন ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর অন্যতম উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়ার সভাপতিত্বে উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র বিশিষ্ট শিল্পপতি মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শেখ মোঃ লুৎফর রহমান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, পৌর কাউন্সিল মীর এম সালাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, কেমিস্ট এন্ড ড্রাগস এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি জামাল উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য  শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ ২০১৭ সাল থেকে বিভিন্ন দুর্যোগে অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, সমাজকর্মী খালেদ হোসেন, সেজিম আহমেদ, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর সভাপতি প্রবাসী মামুনুর রশিদ শিপু ও সাধারন সম্পাদক সুফিয়ান আহমেদ চৌধুরীর, হামিদুল হক প্রমুখ।

মহতী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই ভালো কাজগুলো সফলতার মুখ দেখে । তিনি বলেন,শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর সকল মানবিক কাজে আমি তাদের পাশে থাকবো ।

এসময় এমন মহতী কাজের জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানান উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এ কর্মসূচী বাস্তবায়নে প্রধান সমন্বয়কারী হিসেবে দ্বায়িত্ব পালন করেন আমেরিকা এসোসিয়েশন ইনক্ এর ঝলক দত্ত, যুগ্ম সমন্বয়কারী ফয়েজ বক্স, সদস্য সচিব রাহিমা নিপা ও রেদওয়ান আহমেদ চৌধুরী। এ কর্মসূচীর আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেন আলতাফ হোসেন ও যুগ্ম আহব্বায়ক তোফায়েল আহমেদ,মিজানুর রহমান মিজান, প্রমুখ ।

Bootstrap Image Preview