রাজধানীর শাহবাগ থেকে মোবাইল ফোন চোর চক্রের মূলহোতা মো. ফারুক মোল্লাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন মো. ফারুক মোল্লা (৫০), ইমরান খান (২৪), মো. মিলন (২৫), পারভেজ দফাদার (২২), মো. শাম্মু (৩২) ও মো. আবু হানিফ (৩০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮৮টি চোরাই মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫৮৫ টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে র্যাব-৩ চোরাই ও ছিনতাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িতদের ওপর নজরদারি করে আসছে। এরই ধারাবাহিকতায় মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতা ফারুক মোল্লাসহ ৬ জনকে শাহবাগ থেকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল ফোন কেনাবেচা করে আসছে। এসব মোবাইল ফোন অপরাধী চক্রের সদস্যরা স্বল্প মূল্যে কিনে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যক্রম চালায়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও তিনি জানান।