Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮০ বছর আগেও এভাবেই কেঁপেছিল তুরস্ক, প্রাণ যায় ৩০ হাজার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০২:১৭ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০২:১৭ PM

bdmorning Image Preview


৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছে তুরস্ক; এরই মধ্যে এই ভূমিকম্পে বহু মানুষের প্রাণ যাওয়ার খবরও এসেছে। এই একই মাত্রার ভূমিকম্প ৮০ বছর আগেও একবার আঘাত হেনেছিল দেশটিতে। তখন প্রাণ যায় ৩০ হাজার মানুষের।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূতত্ত্ববিদ স্টিফেন হিকসের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে সংবাদমাদ্যম বিবিসি।

স্টিফেন হিকস জানান, উত্তর-পূর্ব তুরস্কে ১৯৩৯ সালের ডিসেম্বরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে মৃ্ত্যু হয় ৩০ হাজার মানুষের।
২০২০ সালের জানুয়ারিতে দেশটিতে আঘাত হানে ৬ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প। এতেও প্রাণ যায় ৪১ জনের।

এ ছাড়া সিরিয়ার জাতীয় ভূমিকম্প কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদ রাষ্ট্রীয় রেডিও স্টেশনকে বলেছেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ভূমিকম্প কেন্দ্রের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্প এবারের ভূমিকম্প।

তুরস্কের দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ৭ কিলোমিটার।

প্রায় একই সময়ে ভূমিকম্প অনুভূত হয় সিরিয়াতেও। পাজারসিকের পর তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানটেপ প্রদেশে ৬.৪ ও ৬.৫ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়।

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮৪ জন হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২ হাজার ৩২০ জন। সিরিয়ায় ২৩৭ জনের মতো মানুষের প্রাণহানি হয়েছে; আহত হয়েছে ৬৩৯ জন।

Bootstrap Image Preview