Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ রাতে মুখোমুখি মেসি-রোনালদো, যেভাবে দেখবেন খেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৩, ০৬:৩৪ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২৩, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


এত দিন গুঞ্জন থাকলেও সেটা এখন বাস্তব। আজ আরো একবার মুখোমুখি হচ্ছেন দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ যুবরাজ ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে আল নাসরে যোগ দেওয়া, যা অকল্পনীয় ছিল একটা সময়। অথচ সৌদি আরবে রোনালদোর অভিষেকই হচ্ছে মেসির বিপক্ষে!

রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি আরবের দুই শীর্ষস্থানীয় ক্লাব আল নাসর ও আল হিলালের সম্মিলিত একাদশের সঙ্গে আজ প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেদের পিএসজি। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। আল নাসরে নতুন আসা ক্রিস্তিয়ানো রোনালদো নেতৃত্ব দেবেন সৌদি একাদশের। ম্যাচটি খেলায় পিএসজি পাবে ১০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১১২ কোটি টাকারও বেশি। ৯০ মিনিটের ম্যাচে প্রতি সেকেন্ডে মেসিদের আয় দুই লাখ টাকার বেশি। পাশাপাশি সম্প্রচার স্বত্ব থেকেও বাড়তি আয় হবে পিএসজির। টিকিটের দামও আকাশ ছুঁয়েছে। একটি ভিআইপি টিকিটের নিলাম শুরু হয়েছিল আড়াই লাখ ইউরো দিয়ে! রোনালদোরা খেলবেন রিভারপ্লেটকে দুইবার কোপা লিভারতাদোরেস জেতানো কোচ আর্জেন্টাইন কোচ মার্সেলো গ্যালার্দোর অধীনে।

আজকের মেসি-রোনালদো দ্বৈরথ ভিন্ন একটি কারণেও বাড়তি আকর্ষণ। মাঠে দুজনের ‘এ দেখাই শেষ দেখা নয় তো’!

ম্যাচটি দেখা যাবে বেইন স্পোর্টস চ্যানেলে। তবে পিএসজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (যেমন- ফেসবুক, ইউটিউব) এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। আমেরিকার ফুবো টিভি লাইভ স্ট্রিম করবে।

 

Bootstrap Image Preview