Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রো রেল লাইন করার পরিকল্পনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ০২:১৭ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২, ০২:১৭ PM

bdmorning Image Preview


২০৩০ সালের মধ্যে রাজধানী ঢাকায় আরো ছয়টি মেট্রো রেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের মেট্রো রেল থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কলকাতার মেট্রো রেলের চেয়েও অনেক আধুনিক। মেট্রো রেল চলাচলের সময় কোনো ধরনের শব্দদূষণ হবে না। এ সরকারের আমলেই মেট্রো রেল মতিঝিল পর্যন্ত চালু করা হবে।

ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘ঢাকার বাইরে চট্টগ্রামে সম্ভাব্যতা যাচাই চলছে। ঢাকা-চট্টগ্রামে আরো দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারব না। মেট্রো রেলের প্রকল্প ছিল অনেক আগের নেওয়া। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্ধেকটা ওপেন করতে পারব। ’

বিএনপির গণমিছিল নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে। আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব? আমরা সতর্ক পাহারায় থাকব। ’ রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে।

Bootstrap Image Preview