Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফাইনালের আগে বাবার উদ্দেশে মেসির ছেলে থিয়াগোর আবেগঘন বার্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ০১:০৭ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২, ০১:০৭ PM

bdmorning Image Preview


দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার আরও একটা সুযোগ পেয়েছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। ২০১৪ সালে প্রথম সুযোগে পারেননি। এবার কি পারবেন আর্জেন্টিনাকে তৃতীয় বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন করতে? 

বিশ্বের ফুটবলপ্রেমীদের মতো একই প্রশ্ন মেসির বড় ছেলে থিয়াগো মেসিরও। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালের আগে বাবাকে আবেগঘন একটি চিঠি লিখেছে থিয়াগো।

আর্জেন্টিনাকে তৃতীয় বার চ্যাম্পিয়ন করার আর্জি জানিয়েছে থিয়াগো। নিজের খাতায় বাবাকে লেখা চিঠিতে সে লিখেছে, আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা। 

ছেলের চিঠির কথা জানিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। বাবাকে হাতে লেখা চিঠিতে থিয়াগো আর্জেন্টিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথা উল্লেখ করেছে। বিশ্বকাপের শুরু থেকেই আন্তোনেল্লা তিন ছেলেকে নিয়ে রয়েছেন দোহায়। আর্জেন্টিনার সব ম্যাচে উপস্থিত থাকছেন গ্যালারিতে। 

আন্তোনেল্লা জানিয়েছেন, রবিবারের ফাইনালের গুরুত্ব বুঝতে পারছে ছেলেরাও।

আর্জেন্টিনার সব মানুষের বিশ্বাস এবার বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হবে না। মেসি নিজের শেষ বিশ্বকাপে অধরা ট্রফি নিয়েই দেশে ফিরবেন। ট্রফির লড়াইয়ে মেসি এবং দলের পাশে থাকতে কাতারে এসেছেন বহু সমর্থক। দোহার লুসাইল স্টেডিয়াম ভরিয়ে দেবেন তারা। ছেলে থিয়াগোর বার্তা মেসিকে ফাইনালে আরও তাতিয়ে দেবে বলে মনে করছেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরাও। থিয়াগো যে গানের কথা উল্লেখ করেছে, সেই গান গাইছেন তারাও।

১৯৮৬ সালের পর ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। ১৯৯০ এবং ২০১৪ সালে ফাইনালে উঠলেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ডিয়েগো ম্যারাডোনা বা মেসিকে। তৃতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার এটাই সেরা সুযোগ বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশও। যদিও ফাইনালে আর্জেন্টিনাকে লড়াই করতে হবে শক্তিশালী ফ্রান্সের সঙ্গে। গত বারের চ্যাম্পিয়নরা এবারও খেতাবের অন্যতম দাবিদার। 

প্রতিযোগিতায় ভাল ছন্দেও রয়েছেন কিলিয়ান এমবাপ্পেরা। প্রায় সকলেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায়। প্রতিপক্ষ কঠিন হলেও আর্জেন্টিনার সাধারণ ফুটবলপ্রেমী মানুষের বিশ্বাস এবার মেসি দলকে চ্যাম্পিয়ন করবেনই।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

সূত্র : মার্কা।

Bootstrap Image Preview