Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এদিকে ফারদিন হত্যার গুরুত্বপূর্ণ তথ্য র‌্যাবের হাতে, ব্রিফিং একটু পরে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:৩৪ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


বুয়েটছাত্র ফারদিন নূর পরশের (২৪) মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বিষয়ে অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে সংস্থাটি। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে ব্রিফ করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এদিকে একই বিষয়ে কথা বলতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের ডেকেছেন বলে জানা গেছে। কয়েকটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবি প্রধানের উদ্ধৃতি দিয়ে তাদের স্ক্রলে সদ্যপ্রাপ্ত সংবাদ হিসেবে লিখছে- ‘ফারদিন আত্মহত্যা করেছেন’! 

গত ৪ নভেম্বর রাত থেকে নিখোঁজ হন বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ। এর তিনদিন পর ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে।  

মরদেহ উদ্ধারের দুদিন পর ১০ নভেম্বর ফারদিনের বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।

এ ঘটনা দেশব্যাপী আলোচিত হয়। ঘটনার বিষয়ে র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসতে দেখা যায়। আলোচনায় আসে মাদক কারবারিদের সঙ্গে ফারদিনের সম্পর্ক আর নারায়ণগঞ্জের চনপাড়া এলাকা। র‌্যাব দাবি করে, ফারদিনকে চনপাড়ায় খুন করেছে মাদক কারবারিরা। অন্যদিকে ডিবির দাবি, চনপাড়ায় যাননি ফারদিন।

Bootstrap Image Preview