Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর বকশিবাজারে মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ০২:১১ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২, ০২:১১ PM

bdmorning Image Preview


মাঠ উদ্বোধন করাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বুধবার দুপুর ১টার দিকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আল আমিন নামে  এক শিক্ষার্থীকে আটকও করা হয়েছে।

এর আগে বেলা ১১টার দিক থেকে বিক্ষোভ করছিলেন মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধন করতে চাচ্ছে- এই অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন তারা। 

এ মাঠ উদ্বোধন করতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসে পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা মাঠের ভিতর থেকে ইট পাটকেল, চেয়ার ছুড়ে মারতে শুরু করে।  এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত মাঠের ভিতরে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ চলছে। কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে পুলিশ। 

 

Bootstrap Image Preview