প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। যেকোন যুদ্ধই মানবজাতির জন্য ক্ষতিকর, বাংলাদেশ কখনোই যুদ্ধ চায় না। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার মতবিরোধের শান্তিপূর্ণ সমাধানই তার প্রমাণ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বক্সবাজারে আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ের উদ্বেধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববাণিজ্যের ৯০ শতাংশ সমুদ্রে পথে হয়। অবাধ বাণিজ্যের স্বার্থেই সমুদ্র পথ নিরাপদ রাখতে হবে। সমুদ্রের অপার সম্ভাবনা উপলব্ধি করে সরকার সামুদ্রিক খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
এর আগে কক্সবাজারের ইনানীতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ের (আইএফআর) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে শুরু হয়েছে এ আইএফআর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী এ আইএফআরের আয়োজন করছে।