Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৫ ককটেল বিস্ফোরণ, বিএনপি নেতাসহ আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১১:৫৮ AM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২, ১১:৫৮ AM

bdmorning Image Preview


পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া বাজার থেকে সাতটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুয়েল রানাকে আটক করেছে পুলিশ।

জানা যায়, ইন্দুরকানী উপজেলার বালিপাড়া বাজার সংলগ্ন এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভা চলাকালে সভাস্থলের পাশেই পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন বলে দাবি করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী হাওলাদার। পরে ইন্দুরকানী থানা পুলিশ ও ডিবি (উত্তর) খবর পেয়ে সেখানে গিয়ে অব্যবহৃত অবস্থায় সাতটি ককটেল উদ্ধার করে।
  
থানা পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় যুবলীগের কর্মিসভা ছিল। সন্ধ্যার আগে কর্মিসভা শুরু হয়, শেষ হয় রাত সাড়ে ৭টার পর। সভা শেষ হলে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা চলে যাওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী দলীয় কার্যালয়ে বসে ছিলেন। এমন সময় রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে   আওয়ামী লীগ কার্যালয়ের পাশে এবং বাজারের আশপাশে পর পর চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের শব্দ হয়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে বালিপাড়া বাজার এলাকায়। পরে খবর পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের পাশ থেকে চারটি এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত খান রাজুর বাসার পাশে স মিলের সামনে থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করে পিরোজপুর ডিবি পুলিশ ও ইন্দুরকানী থানা পুলিশ। এ ছাড়া আরো পাঁচটি ককটেল বাজারের আশপাশের বিভিন্ন স্থানে বিস্ফোরিত হয়। ঘটনার পর চণ্ডীপুর ইন্দুরকানি সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।

বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী হাওলাদার জানান, গত ২০১৩ সালের মতো নাশকতা চালানোর জন্য হয়তো দুষ্কৃতকারীরা এ কাজ করেছে।  

এদিকে ঘটনার পর মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুয়েল রানাকে ইন্দুরকানী বাজার থেকে আটক করে পুলিশ।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক দুজনকে আটকের খবর নিশ্চিত করেন এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

পিরোজপুর ডিবি পুলিশের (উত্তর) ওসি মো. জাকারিয়া হোসেন জানান, বাজারসংলগ্ন এলাকায় ইউনিয়ন যুবলীগের সভা শেষে স্থানীয় নেতারা সাংগঠনিক আলোচনা করার সময় এ ঘটনা ঘটে। ডিবি পুলিশ ও ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়েই সেখানে গিয়ে সাতটি অব্যবহৃত ককটেল উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউনিয়ন যুবলীগের সভা বানচাল করতে এবং এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি পক্ষ এ ঘটনা ঘটাতে পারে। ঘটনার পর রাতেই দুজনকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview