Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন রথীন কুমার পাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ০৯:৩০ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২, ০৯:৩০ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আইপিএফএফ প্রজেক্ট সেলের অতিরিক্ত পরিচালক রথীন কুমার পাল পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (৪ ডিসেম্বর) তাকে পদোন্নতি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

রথীন কুমার পাল ১৯৯৯ সালে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে যোগ দেন। ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টসহ বিশ্বব্যাংক ও এডিবি অর্থায়িত বিভিন্ন প্রকল্পে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

রথীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে বি.কম (সম্মান) এম.কম (ফিন্যান্স) এবং পরবর্তীসময়ে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পেশাগত উৎকর্ষতার জন্য তিনি এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রফেশনাল মাস্টার্স ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স এবং ফ্রাঙ্কফ্রুট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট হতে সার্টিফাইড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট সম্পন্ন করেন।

পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, ফিলিপাইন, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশের স্বনামধন্য সংস্থা আয়োজিত সেকেন্ডারি ডেট মার্কেট উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, পিপিপি, প্রকল্প অর্থায়ন ও ব্যবস্থাপনা, ইনোভেটিভ ফাইন্যান্সিং ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

Bootstrap Image Preview