Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বন্ধুদের সঙ্গে চা খাওয়ার বাজি যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ০২:৩৬ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০২২, ০২:৩৬ PM

bdmorning Image Preview


কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্ধুদের সঙ্গে বাজি ধরে গরম চা খেতে গিয়ে মোস্তফা (২৪) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্নারে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির। নিহত মোস্তফা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।ওসি গোলাম কবির জানান, তিন বন্ধু চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় গরম চা খাওয়ার বাজি চলে তাদের মধ্যে। গরম চা খেতে গিয়ে এক যুবকের গলা পুড়ে যন্ত্রণা শুরু হয়। জ্বালা-যন্ত্রণার উপশমে তাকে ঠান্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হয়।

পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।ওসি আরও জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview