Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০০ ইউরো বাজি ধরে হেরে গেলাম মেসির সঙ্গে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০৪:৪৯ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০২২, ০৪:৪৯ PM

bdmorning Image Preview
ছবি সংগ্রহীত


আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি মিস করানোসহ ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পোল্যান্ডের গোলরক্ষক সেজনি। মূলত সেজনির কারণেই প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ম্যাচশেষে সেজনি জানান, পেনাল্টি নিয়ে মেসির সঙ্গে বাজি ধরেছিলেন তিনি। 

ম্যাচের ৩৭ মিনিটে পোস্টের দিকে উড়ে আসা বল থামাতে গিয়ে মেসির মুখে হাত লাগে সেজনির। রেফারি ড্যানি মাক্কেলি ফাউলের আশঙ্কা করে ভিএআর চেক করতে যান। আর সেই সময়ই সেজনি মেসির সঙ্গে বাজি ধরেন যে, রেফারি পেনাল্টি দেবে না। কিন্তু ডাচ রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে মেসির কাছে হেরে যায় সেজনি। যদিও সেই পেনাল্টিতে সেজনির কাছে পরাস্ত হতে হয় মেসিকে। 

সেজনি বলেন, ‘পেনাল্টির আগে আমরা কথা বলছিলাম। আমি তার সঙ্গে ১০০ ইউরো বাজি ধরি যে, রেফারি পেনাল্টি দেবে না। আমি মেসির সঙ্গে বাজিতে হেরে গেলাম।’ মজার ছলে সেজনি আরও যোগ করেন, ‘আমি জানি না এই বিশ্বকাপে এটি বৈধ কিনা। হয়তো নিষেধাজ্ঞার মুখে পড়তে পারি। কিন্তু ওসব নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি তাকে ১০০ ইউরো দিতে পারব না। আমি মনে করি তার যথেষ্ট আছে।’

Bootstrap Image Preview