Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেক্সিকোর জার্সি অবমাননা জবাব দিয়েছেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০৩:৫০ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০২২, ০৩:৫০ PM

bdmorning Image Preview
ছবি সংগ্রহীত


মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর মেসিদের ড্রেসিংরুমের ছড়িয়ে পড়া এক ভিডিও নিয়ে বিতর্ক উসকে দিয়েছিলেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। তার দাবি, মেসি মেক্সিকোর জার্সির অবমাননা করেছেন। টুইটারে সে ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দেন তিনি। শুধু তাই নয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো মারার হুমকি পর্যন্ত দিয়েছেন মেসিকে। পোল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ের পর আলভারেজের অভিযোগের জবাব দিয়েছেন মেসি।বক্সার ক্যানেলো আলভারেজ। তার দাবি, মেসি মেক্সিকোর জার্সির অবমাননা করেছেন।

পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফুরফুরে মেজাজে সংবাদ সম্মেলনে এসেছিলেন মেসি। কথা বলেছেন মেক্সিকোর জার্সি অবমাননার অভিযোগ নিয়েও। আর্জেন্টাইন তারকা জানান, জার্সি অবমাননা নিয়ে আলভারেজ যা বলেছেন, সেটি নিছক ভুল বোঝাবুঝি ছাড়া কিছুই নয়। তিনি বলেন, 'আমি মনে করি ব্যাপারটা ভুল-বোঝাবুঝি। আমাকে যারা চেনেন, সবাই জানেন, আমি কখনোই অন্যকে অসম্মান করি না। আমার এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। কারণ, আমি মেক্সিকো জাতীয় দল বা মেক্সিকান জনগণকে অসম্মান করিনি।'

আলভারেজ যাই বলুক সেদিন, জার্সি অবমাননায় খোদ মেক্সিকো ফুটবল দলের অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদো দাঁড়িয়েছেন মেসির পক্ষে। তার মতে ড্রেসিংরুমে যা ঘটেছে তা ইচ্ছাকৃত নয়। তিনি বলেন, 'ভিডিওতে যা দেখা গেছে, সেটি অস্বাভাবিক কিছুই নয়। ফুটবলের ড্রেসিং রুমে এমন হতেই পারে। তা ছাড়া মেসির ব্যাপারটি পুরোপুরি অনিচ্ছাকৃত।মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর মেক্সিকান এক খেলোয়াড়ের জার্সি আর্জেন্টিনার ড্রেসিংরুমে মেসি যখন উল্লাস করছিলেন তখন হালকা পা দিয়ে তা সরিয়েছিলেন। সে ভিডিও দেখে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছিলেন ক্যানেলো আল্ভারেজ।  দুদিন পরই নিজের ভুল বুঝতে পেরে মেসির কাছে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেন। মেসির ওপর অযাচিত ক্ষোভ ঝাড়ার জন্য সারা বিশ্বের অগণিত ফুটবল অনুরাগীদের রোষানলে পড়েন তিনি।

ক্যানেলো আল্ভারেজ লিখেছিলেন, 'আপনারা কী দেখেছেন, মেসি কিভাবে মেক্সিকোর পতাকা এবং জার্সি দিয়ে ফ্লোর পরিষ্কার করল? সে এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারে যে, ওই সময় আমি তার সামনে ছিলাম না। কিংবা আমি তাকে খুঁজে পাইনি। আমি যেভাবে আর্জেন্টিনাকে সম্মান করি, তারও অবশ্যই সেভাবে মেক্সিকোকে সম্মান করা উচিত। আমি অবশ্যই কোনো একটি দেশকে ছোট করার জন্য কিছু বলছি না। আমি বলছি এমন একটি বাজে কাজ নিয়ে, যা মেসি করেছে। আলভারেজের টুইট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যাপক সমালোচনা চলছিল। সার্জিও আগুয়েরো, ব্রাজিলের ফিলিপে মেলোসহ অনেকেই মেসির পক্ষ নিয়ে আলভারেজের ভুল ধরিয়ে দিয়েছেন। মেসিকে মারার হুমকি নিয়েও তার প্রচণ্ড সমালোচনা চলছিল। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন এই মেক্সিকান বক্সার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেক্সিকান বক্সার ক্যানেলো লিখেছেন, 'শেষ কয়েকটি দিন আমি আমার দেশের জন্য ভালোবাসা এবং আবেগ প্রকাশ করেছিলাম এবং একটি মন্তব্য করেছিলাম যা ছড়িয়ে পড়ে সবখানে। আমি আমার ভুলের জন্য মেসি এবং আর্জেন্টিনার কাছে ক্ষমা চাচ্ছি। প্রত্যেকদিনই আমরা নতুন কিছু শিখি। এবার আমিও নতুন কিছু শিখলাম।'

Bootstrap Image Preview