কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারার পর খবর রটেছিল ইনজুরিতে লিওনেল মেসি। এমনকি পরবর্তী ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সেসব খবরকে এবার উড়িয়ে দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।
মেক্সিকো ম্যাচের একদিন আগে গতকাল স্ক্যালোনি নিশ্চিত করেছেন মেসি মেক্সিকোর বিপক্ষে খেলার জন্য প্রস্তুত রয়েছেন। কোচ বলেন, 'সে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। লিও আমাদের অন্যান্য সতীর্থদের মতো ভালো করছে। লিও শারিরীক অবস্থা নিয়ে আমাদের কোনো ধরনের প্রশ্ন নেই।'
মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে স্ক্যালোনি বলেন, 'আমরা জানি পরবর্তী ম্যাচ একটি গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ তরুণ খেলোয়াড়রা এটা জানে যে সবকিছুই মাঠে করে দেখাতে হবে। আমাদের উপরই সব নির্ভর করছে, তাই আমাদের মাঠে সবকিছু দিতে হবে।'
মেসিকে নিয়ে কোনো সংশয় না থাকলেও আর্জেন্টিনার একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। ক্রিস্তিয়ান রোমেরোর জায়গায় সেন্টার ব্যাক পজিশনে মাঠে নামতে পারেন লিসান্দ্রো মার্তিনেস। মূলত ফিটনেসের কারণেই বাদ পড়তে পারেন রোমেরো। রাইট ব্যাকে নাহুয়েল মোলিনার জায়গায় আসতে পারেন গনসালো মন্তিয়েল।
আরেকটি বদল আসতে পারে মিডফিল্ডে। সৌদির বিপক্ষে খেলা আলেহান্দ্রো পাপু গোমেসের জায়গায় একাদশে আসতে পারেন এনজো ফার্নান্দেস বা ম্যাক অ্যালিস্টারের একজন। সংবাদ সম্মেলনে একাদশে বদল নিয়ে স্কালোনি বলেছেন, ‘আজকে ফুটবলারদের শেষ ট্রেনিং সেশন আছে। এখানেই একাদশ নির্ধারিত হবে। ’