Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

থানার ভিতরে ঢুকে ২০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৭:০০ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০২২, ০৭:১৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জব্দকৃত ২০০ কেজি গাঁজা ইঁদুর খেয়ে ফেলেছে বলে দাবি করেছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ। রাজ্যটির আদালতের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আদালত জানায়, ইঁদুর ছোট প্রাণী এবং তাদের পুলিশের ভয় নেই। তাই তাদের কাছে থেকে মাদক রক্ষা করা কঠিন।

বিচারক সঞ্জয় চৌধুরী বলেন, ‘এক নির্দেশে পুলিশকে জব্দকৃত মাদকের প্রমাণ আদালতে জমা দেয়ার কথা বলা হয়েছিল। পরে পুলিশ জানায় প্রায় ১৯৫ কেজি গাঁজা ইঁদুর খেয়ে ফেলেছে।’

এর আগে গত মে মাসে উত্তর প্রদেশ থেকে ৩৮৬ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। তাও ইঁদুরের পেটেই গেছে বলে আদালতকে জানানো হয়েছিল। এ ঘটনায় আটকরা জেলে আছেন।

বিচারক সঞ্জয় চৌধুরী জানান, জব্দ করা প্রায় ৭০০ কেজি গাঁজা মথুরা জেলার থানায় পড়ে আছে। এগুলোও ইঁদুরের হুমকিতে রয়েছে।

ইঁদুরগুলো খুব ছোট হওয়ায়, তাদের ঠেকানোর দক্ষতা পুলিশের নেই বলেও জানায় আদালত।

উত্তর প্রদেশের মথুরা জেলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এমপি সিং অবশ্য বলছেন, ‘কিছু পুলিশ স্টেশনে জব্দকৃত গাঁজা বৃষ্টির কারণে নষ্ট হয়েছে। ইঁদুরের জন্য নয়।’

২০১৮ সালে ৫০০ কেজি গাঁজা লাপাত্তা হওয়ার ঘটনায় ইঁদুরকে দায়ী করে বরখাস্ত হন আর্জেন্টিনার ৮ পুলিশ। তবে বিশেষজ্ঞরা এই দাবির বিরোধিতা করে বলেছিলেন, যদি ইঁদুর এগুলো খেয়ে ফেলত তবে গুদামে সেগুলো মরে পড়ে থাকত।

২০১৯ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ইঁদুর যখন গাঁজা খায় তখন সেগুলোর সক্রিয়তা কমে যায়; শরীরের তাপমাত্রাও নেমে যায়।

২০১৭ সালে ভারতের বিহার রাজ্যের পুলিশ দাবি করে, তাদের জব্দকৃত হাজার হাজার লিটার মদ খেয়ে ফেলেছে ইঁদুর।

Bootstrap Image Preview