Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, জুন ২০২৪ | ১০ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ত্রোপচারের পর বেঁচে আছেন সৌদি ফুটবলার ইয়াসির, দিয়েছেন ভিডিও বার্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১১:৫১ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০২২, ১১:৫১ PM

bdmorning Image Preview


আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আনক্যাপড সৌদি আরব। ইতিহাসের প্রথমবারের মতো আকাশী নীলদের বিপক্ষে জয়ের পরও খুব একটা স্বস্তিতে নেই তারা।

থাকবেই বা কি করে? ম্যাচ চলাকালীন যে ভয়ানক ইনজুরিতে পড়তে হয়েছে তাদের রক্ষণভাগের অন্যতম শক্তি ইয়াসির আলি শাহরানিকে। চোয়ালের হাড় ভেঙে গেছে সৌদি এ ডিফেন্ডারের। যে কারণে বিশ্বকাপ মিশনটা এখানেই শেষ হয়ে গেছে তার।

উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানো হয়েছে তাকে। সৌদি ক্রাউন প্রিন্সের ব্যক্তিগত জেটে করে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে।

ইয়াসির শাহরানির ইনজুরির ঘটনাটি ঘটে ম্যাচের শেষদিকে এসে। আর্জেন্টাইন আক্রমণ প্রতিহত করতে লাফ দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আলওয়াসি। লাফ দিয়ে গোল বাঁচালেও দুর্ঘটনা ঘটিয়ে বসেন তিনি। 

 অস্ত্রোপচারের পর সতীর্থদের উদ্দেশ্যে টুইটারে বার্তা দিলেন তিনি। 

লাফ দেয়ার কারণে সৌদি গোলরক্ষকের হাঁটুর সঙ্গে বেশ জোরেই আঘাত লাগে ইয়াসিরের চোয়ালে। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন এই ডিফেন্ডার। অনেকটা সময় মাটিতেই পড়ে থাকতে দেখা যায় তাকে।

মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে মাঠ থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে।

এক্সরের পর দেখা যায় শাহরানির চোয়াল ও মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। মুখের ভেতর রক্তক্ষরণ হওয়ায় তাকে যেতে হবে অস্ত্রোপচারের মধ্য দিয়ে।

তার জরুরি চিকিৎসার সব রকম ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।

Bootstrap Image Preview