Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, ডিসেম্বার ২০২৩ | ২৭ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চারবার বল জালে জড়িয়ে আর্জেন্টিনার স্কোর লাইন কেবল ১-০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৫:০৯ PM
আপডেট: ২২ নভেম্বর ২০২২, ০৫:০৯ PM

bdmorning Image Preview
ছবি সংগ্রহীত


চারবার বল জালে জড়িয়েও আর্জেন্টিনার স্কোরলাইন কেবল ১-০। খেলার প্রথমার্ধ শেষ না হতেই সৌদি আরবের জালে চারবার বল জড়িয়েছিল আর্জেন্টিনা। তবে এরমধ্যে তিনবারই আক্ষেপে পুড়তে হয়েছে আর্জেন্টাইনের। 

আর্জেন্টিনা ৪ বার বল জালে জড়ালেও তিনবার অফসাইডের কারণে গোলই হয়নি আকাশি-নীল জার্সিধারীদের। ২২ মিনিটে মেসির গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা দল। তবে অফসাইডে গোল বঞ্চিত হয় মেসিরা। এরপর আবারও অফসাইডের ফাঁদে পড়ে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা দল। সৌদি আবর দলকে চাপে ফেলে এগিয়ে যায় মেসিরা। মার্টিনেজের গোলে এগিয়ে গিয়ে আর্জেন্টাইন গোল উদযাপনে ব্যস্ত হলেও ভিএআরে রিভিউ করেন রেফারি। পরে ভিএআরে দেখে গোল বাতিল করে দেওয়া হয়। প্রথমার্ধের ৩৪ মিনিটে আবারও অফসাইডের ফাঁদে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা দল। এবারও অফসাইডের কারণে মার্টিনেজের করা গোল বাতিল করে দেওয়া হয়।

ম্যাচের প্রথমার্ধেই সাতবার অফসাইডের ফাঁদে পড়ে আর্জেন্টিনা দল। এর আগে, ২০০২ বিশ্বকাপে রিপাবলিক আয়ারলযান্ডের বিপক্ষে ৯ বার অফসাইড করেছিল মেসিরা।

Bootstrap Image Preview