চাঁদপুরের হাজীগঞ্জ বাজার থেকে ব্রাজিলের পতাকা লাগানো সিএনজি চালিত অটোরিকশা ধাওয়া করে ৫৭ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ নভেম্বর) সকালে হাজীগঞ্জ বাজার থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিকশাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-কুমিল্লা জেলার লাকসাম থানার সাহাপুর গ্রামের নিখিল সাহার ছেলে জীবন সাহা ও একই থানার বাতাখালি গ্রামের মৃত পুল মিয়ার ছেলে রুবেল হোসেন।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, বিদেশি মাদকদ্রব্যের মধ্যে রয়েল স্টেগ ৫৭ বোতল বিদেশি মদের ভেতর রয়েছে ছয় বোতল, স্টার্লিং রিজার্ভ ১১বোতল, সিগ্নেসার ১০ বোতল, রয়েল গ্রিল চার বোতল, ব্লেন্ডার্স প্রাইড ২০ বোতল ও হিমেন বিয়ার ছয়।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।