Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে স্ত্রীকে খুন করে নামাজে যান স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০১:৩৯ PM
আপডেট: ২০ নভেম্বর ২০২২, ০১:৩৯ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের নবীগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে খুন করে নামাজে যান স্বামী ঝারু মিয়া। শনিবার বিকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য জানান তিনি।

ঝাড়ু মিয়া উপজেলার পৌর শহরের চরগাঁও গ্রামের বাসিন্দা। আদালতের বরাতে নবীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত স্ত্রীর সাথে বনিবনা ছিল না ঝারু মিয়ার। তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর পরিপ্রেক্ষিতে স্ত্রীকে ঠাণ্ডা মাথায় খুন করেন তিনি। পরে নিজেকে বাঁচাতে নামাজের জন্য মসজিদে চলে যান।

গত শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে নবীগঞ্জ পৌর শহরের চরগাঁও গ্রামের নিজ ঘর থেকে তহুরা বেগমের (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও দুই ছেলেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত ঝারু। শনিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া মুচলেকা নিয়ে তার দুই ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview