প্রশ্নের বিবরণ : রাস্তাঘাটে চলার সময় প্রায় সময়ই অশ্লীল পোস্টার চোখে পড়ে। আমি বেশিরভাগ সময়ই অজু অবস্থায় থাকতে পছন্দ করি। এমতাবস্থায় যদি অশ্লিল কোনো পোস্টার বা সিনেমার চোখে পড়ে তাহলে কি অজু ভেঙ্গে যাবে?
উত্তর : অজু ভাঙার সুনির্দিষ্ট কারণগুলো আপনি কোনো আলেম বা ইমামের নিকট থেকে জেনে নিতে চেষ্টা করুন। কোনো দৃশ্য বা ছবি দেখলে অজু ভঙ্গ হয় না। খারাপ ছবিযুক্ত পোস্টার বা সচিত্র পত্রিকা চোখে পড়লেই অজুু ভেঙে যায় না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।