Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতা কর্মীকে আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১১:০৫ AM
আপডেট: ১৯ নভেম্বর ২০২২, ১১:০৫ AM

bdmorning Image Preview


ঢাকার সাভারে একটি হাউজিংয়ের কোম্পানির ভেতরে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়। 

শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটককৃত রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন এবং সেখানে গোপনে রুকন সম্মেলন করছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। তারা গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। 

প্রাথমিকভাবে আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাদের সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ। আটকদের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে সাভার মডেল থানা-পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে জামায়াত নেতা কর্মীদের আটক করে। আটকেরা নাশকতার পরিকল্পনা করছিলেন, এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Bootstrap Image Preview