ভারতের ১৮৫ রান তাড়ায় ৭ ওভার যেতেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। কিন্তু লিটন দাসের ঝোড়ো ব্যাটে বাংলাদেশ আছে বেশ এগিয়ে। এখন পর্যন্ত তুলেছে বিনা উইকেটে ৬৬ রান।
ডি/এল স্কোরে ভারতের থেকে এখন ১৭ রানে এগিয়ে টাইগাররা। অর্থাৎ বৃষ্টির কারণে আর খেলা শুরু না হলে জিতে যাবে সাকিব আল হাসানের দল।
তবে বৃষ্টি থেমে খেলা শুরু হলে অবশ্য পরিবর্তন আসবে পরিস্থিতিতে। ওভারের সংখ্যা কমবে। সেটা হলে লক্ষ্যও ছোট হয়ে আসবে সাকিব আল হাসানদের।
১০ ওভারের ম্যাচ হলে বাংলাদেশের লক্ষ্য হবে ৮৯ রান। ১২ ওভার হলে রানটা বেড়ে দাঁড়াবে ১১২, ১৫ ওভার হলে ১৪২, ১৭ ওভারের খেলা হলে ১৬০ ও ১৯ ওভার হলে লক্ষ্য হবে ১৭৭।