Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একটু হলেই জ্ঞান হারিয়ে ফেলতাম: পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ০৪:৪৬ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০২২, ০৪:৪৬ PM

bdmorning Image Preview


দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়তো বাংলাদেশের প্রতিটি ক্রিকেটপ্রেমীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল সাকিব আল হাসান বাহিনী। কিন্তু পরে রিভিউয়ে দেখা গেল মোসাদ্দেক হোসেন সৈকতের শেষ বলটি নো হয়েছে। যে কারণে আবার মাঠে নামতে হয় বাংলাদেশকে, পরে টাইগাররা পায় ৩ রানের জয়। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখে অবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, আর একটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম।

বাংলাদেশের ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পাপন। শুধু নিজে না, মজার ছলে তিনি বলেন, দর্শকদের হার্ট অ্যাটাক হতে পারে। পাপনের ভাষ্য, এ রকম যদি হয়, তাহলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হবে তার ঠিক নেই। এটা টু মাচ। আর একটু হলে তো আমি জ্ঞানই হারিয়ে ফেলতাম।

পুরো ওশেনিয়া সফরে দুর্দান্ত বল করছেন তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত টাইগার পেসার সর্বোচ্চ উইকেটের মালিক। ৩ ম্যাচে তাসকিন নিয়েছেন ৮ উইকেট। এই পেসারেরও প্রশংসা ঝরেছে পাপনের মুখ থেকে।

তিনি বলেন, অসাধারণ (বোলিং)। একটা কথা যদি আমি বলি, তাসকিন কী দারুণ বল করছে। মুস্তাফিজুর রহমান দুর্দান্ত কামব্যাক করেছে।

রোববার (৩০ অক্টোবর) সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে জয় অনিবার্য ছিল বাংলাদেশের। টাইগাররা সেই মিশনে সফল। রোডেশীয়দের বিপক্ষে ৩ রানে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের ১৫০ রানের জবাবে সব কটি ওভার শেষে ১৪৭ রান করতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে।

এ জয়ের ফলে সুপার টুয়েলভের ২ নম্বর গ্রুপে বাংলাদেশের অবস্থান এখন দুইয়ে। ৩ ম্যাচে টাইগারদের নামের পাশে ৪ পয়েন্ট। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসে হারানোর পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানে হার বরণ করে সাকিব বাহিনী।

Bootstrap Image Preview