Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাত দিয়ে গোল করে ম্যারাডোনা হতে চেয়েছে মিম !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ০৩:১৯ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০২২, ০৩:১৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম বর্তমানে সাফল্যের ডানায় উড়ছেন। ‘পরাণ’ সাফল্যের পর ‘দামাল’ লুক-টিজারেও ভক্ত-শুভাকাঙক্ষীদের নজর কেড়েছেন এই নায়িকা। আগামী শুক্রবার (২৮ অক্টোবর) মুক্তি পাচ্ছে তার নতুন এই সিনেমা।

সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে প্রচারণামূলক ফুটবল ম্যাচেও চমক দেখালেন মিম! করলেন গোল। এরপর দর্শকদের উদ্দেশ্যে উড়ো চুমুও ছুঁড়ে দিয়েছিলেন। কিন্তু রেফারির চোখকে ফাঁকি দিতে পারলেন না মিম। তার গোলটি যে হাত দিয়ে করা ছিল তার ধরে ফেলেন রেফারি।

গোলটি বাতিল হলেও মিমের মনে আনন্দের কমতি নেই। এটা তো আর বাস্তবের ফুটবল ম্যাচ নয়, আর এটা তার কাজও নয়। আর তাই তো হাত দিয়ে গোল করেই খুশি মিম।

মজার ছলে মিম বললেন, ‘ম্যারাডোনার মতো করে কিছু করে দেখাতে চাইলাম!’

শনিবার (২২ অক্টোবর) ‘দামাল’ সিনেমার প্রচারের জন্য রাজধানীর বসুন্ধরা কিংস মাঠে বিশেষ এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় দুটি টিম করা হয়েছিল, একটি হচ্ছে টিম মুন্না অন্যটি দুর্জয়। দুই টিমে খেলেছেন জাতীয় দলের খেলোয়াড়সহ দামাল টিম। খেলার ফলাফল ১-১ গোলে ড্র। যে ম্যাচে সিনেমার মতো বাস্তবের খেলার মাঠেও জ্বলে উঠলেন সিয়াম ও রাজ। হয়ে উঠলেন যন মেসি-রোনালদো।

এ সময় দামাল টিমকে অনুপ্রেরণা দিতে মাঠে হাজির হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, অভিনেতা জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌস, সমু সৌধুরী, এফ এস নাঈম, সোহেল মন্ডল, অভিনেত্রী নিপুণ, সুনেরাহ বিনতে কামাল, হৃদি শেখ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দামাল’। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। ফরিদুর রেজা সাগরের গল্প ভাবনায় চিত্রনাট্য লিখেছেন নাজিম-উদ-দৌলা।

এই সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেছেন তার ‘পরাণ’ জুটি শরিফুল রাজ। এছাড়াও আছেন সিয়াম আহমেদ, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি, সামিয়া অথৈসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

Bootstrap Image Preview