Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে অনিশ্চিত আর্জেন্টিনা তারকা দিবালা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ০২:২৪ PM
আপডেট: ১০ অক্টোবর ২০২২, ০২:২৪ PM

bdmorning Image Preview
ছবি সংগ্রহীত


রবিবার রাতে ইতালিয়ান সিরি ‘আ’তে লিসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রোমা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়া রোমা ৩৯ মিনিটে সমতায় ফেরে। ৪৮তম মিনিটে পেনাল্টি থেকে রোমার জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তবে এই ম্যাচে ফের ইনজুরিতে পড়েছেন এই আর্জেন্টাইন তারকা।

পেনাল্টি থেকে গোল করার পর ২৮ বছর বয়সী দিবালার ঊরুর পেশিতে টান পড়ে। ব্যথায় কাতরাতে থাকেন দিবালা। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে রোমার কোচ মরিনহো বলেন, ‘অবস্থা খুবই খারাপ। আমি চিকিৎসক নই। তবে আমার যে অভিজ্ঞতা আর দিবালার কাছে যা শুনেছি, মনে হচ্ছে ২০২৩ সালে আর তাকে মাঠে দেখা যাবে না। ’

বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে ছিলেন দিবালা। তাঁর খেলা দেখে রোমা কোচ মরিনহো আর্জেন্টাইন কোচ স্কালোনির কাছে এক বোতল ওয়াইন উপহার হিসেবে চেয়েছিলেন। প্রায় প্রতিটি ম্যাচেই গোল পাচ্ছিলেন দিবালা। তাঁকে বিশ্বকাপে না পাওয়া গেলে আর্জেন্টিনার জন্য হবে বড় ক্ষতি।

Bootstrap Image Preview