Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত তিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ০৬:৫৬ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০২২, ০৬:৫৬ PM

bdmorning Image Preview
ছবি সংগ্রহীত


ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইলে বিদ্যুতের খাম্বাবোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ভেটেরিনারি কলেজের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শুক্রবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তিনজনই ভেটেরিনারি কলেজের ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। নিহত শিক্ষার্থীরা হলেন- ভেটেরিনারি কলেজের ছাত্র মুরাদ হোসেন, তৌহিদ হোসেন ও সমরেশ। থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, রাত ১১টার দিকে সদর উপজেলার ঘোষপাড়া সংলগ্ন জোহান পার্কে ভেটেরিনারি কলেজের ছাত্রলীগের দু-গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মী সজিব আহত হন।এসময় আহতের সহযোগী ও তিন শিক্ষার্থী তৌহিদ, মুরাদ ও সমরেশ মোটরসাইকেলযোগে দ্রুত লেবুতলা সংলগ্ন ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ভেটেরিনারি কলেজ ক্যাম্পাসে যাচ্ছিলেন। পথিমধ্যে আঠারমাইল নামক স্থানে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খাম্বা বহনকারী ট্রাকের সাথে সংঘর্ষ হলে তারা তিনজনই ঘটনাস্থলে নিহত হন।  

ওসি আরও জানান, এ খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। শনিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Bootstrap Image Preview