Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাঁজা রাখার মামলায় দোষীদের গণহারে ক্ষমা করতে চান বাইডেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ১২:৫৩ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০২২, ১২:৫৩ PM

bdmorning Image Preview


গাঁজা রাখাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা না করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।  

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গাঁজা রাখার জন্য ফেডারেল অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের জন্য গণ ক্ষমার প্রস্তাব দিয়েছেন জো বাইডেন। গভর্নরদেরও তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

হেরোইন, এলএসডিসহ অন্যান্য বিপজ্জনক মাদকের সঙ্গে গাঁজাকেও একই শ্রেণিভুক্ত রাখার বিষয়টি খতিয়ে দেখে পুনর্বিবেচনা জমা দেওয়ার ব্যাপারে তার প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন বাইডেন।

জো বাইডেন বলেছেন, গাঁজার ব্যাপারে আমাদের ব্যর্থ পদক্ষেপের কারণে অনেক জীবন বিপর্যস্ত হয়েছে। এই ভুলকে শুধরে নেওয়ার এখনই সময়। এমন হাজার হাজার মানুষ রয়েছে, যারা গাঁজার কারণে দোষী সাব্যস্ত হয়েছে এবং যার ফলে চাকরি, বাসস্থান কিংবা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।

Bootstrap Image Preview