Bootstrap Image Preview
ঢাকা, ১৬ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও উলভারিন চরিত্রে দেখা যাবে হিউ জ্যাকম্যানকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৬ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৬ PM

bdmorning Image Preview


১৭ বছর ধরে কমিক জগতের অন্যতম জনপ্রিয় চরিত্র উলভারিনের চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান। ২০১৭ সালে লোগান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় এই চরিত্রের ইতি টানেন তিনি।

এরপর একাধিক সাক্ষাতকারে নিশ্চিত করেছেন আর এই আইকনিক চরিত্রে দেখা যাবে না তাকে। তবে ভক্তদের জন্য সুখবর, আরও একবার দেখা যাবে মার্ভেল কমিকসের এই চরিত্রকে। তাও আরেক জনপ্রিয় সিনেমা সিরিজ ডেডপুলে। সম্প্রতি এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ডেডপুল তারকা রায়ান রেনল্ডস। 

ভিডিওতে রেনল্ডস বলেন, ‘মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রবেশের জন্য আমরা বিশেষ কিছু করতে চাই। ডেডপুল নিশ্চয়ই দারুণ কিছু করবে।’

এমন সময় তার পেছনে দেখা যায় হিউ জ্যাকম্যানকে। তখন হিউকে রেনল্ডস জিজ্ঞাসা করেন আরেকবার উলভারিন চরিত্রে অভিনয় করতে চান কি না।

জবাবে সম্মতির কথা জানান এই অস্ট্রেলীয় অভিনেতা। টিজারেও ডেডপুলের মুখোশের সঙ্গে উলভারিনের ক্ল দেখা গেছে। ফলে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে উলভারিন চরিত্রটি আবার বড় পর্দায় দেখা যাবে। 

Bootstrap Image Preview