Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জুন ২০২৩ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কিছু মানুষ ব্যাচেলর পয়েন্ট টিমের পেছনে লেগেছে : শখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৯ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৯ PM

bdmorning Image Preview


সম্প্রতি কাজল আরেফিন অমির পরিচালনায় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। একটি সংলাপকে কেন্দ্র করে এই আলোচনা-সমালোচনা। এই নাটকের বিরুদ্ধে ফেসবুকে লিখেছেন আরজে কিবরিয়া। সমালোচনাও করেছেন অনেকে।

এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ যখন থেকে জনপ্রিয় হয়েছে তখন থেকেই গুটিকতক মানুষ এর পেছনে লেগেছে বলে জানান অমি। তবে সেসব নিয়ে মাথাও ঘামাতে চান না তিনি। এই নাটক তিনি শিক্ষা দেওয়ার জন্য নয়, নিছক বিনোদনের জন্যই বানাচ্ছেন।  

অমির কথার সঙ্গে একই সুরে কথা বললেন আনিকা কবির শখ। তিনিও বলছেন, “কিছু মানুষ কাজল আরেফিন অমিসহ ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের পেছনে লাগছে। ” 

মঙ্গলবার অভিনেত্রী তাসনুভা এলভিন ‘ব্যাচেলর পয়েন্ট’কে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে তিনি লিখেছেন, ‘খুব খারাপ লাগে এমনটা ভাবতে যে আমরা আসলে এমন জাতি কেনো? এতো জেলাস কেনো আমরা? মানে, একটা মানুষের সামনে এগিয়ে যাওয়া দেখলেই আমাদের যত ঝামেলা শুরু হয়ে যায়। তখন আমরা উঠে পড়ে লেগে যাই ওই মানুষটাকে টেনে-হিঁচড়ে নিচে নামানোর জন্য। আর তখনই ওই মানুষটার দোষ খোঁজা শুরু হয়ে যায় আমাদের। ’

প্রশ্ন রেখে এলভিন বলেন, ‘কেনো রে ভাই, এমন চিন্তাভাবনা কেনো আপনাদের? একটা মানুষ ভালো কিছু করলে তার পিছে লাগতেই হবে আপনাদের? শান্তি মতন ফিকশনটাও বানাতে দিবেন না আপনারা। ভাই রে ভাই, এটা তো স্রেফ একটা নাটক, যেটা আমাদের বিনোদনের জন্য বানানো হয়েছে… এখন আমরা এটার মধ্যেও দোষ খোঁজা শুরু করে দিয়েছি। বাঙালির এতো অবসর?’

এলভিনের কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আনিকা কবির শখ। পোস্টের মন্তব্য বাক্সে শখ বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট অনেক জোস। যার কারণে কিছু মানুষ কাজল আরেফিন অমি ভাইয়াসহ পুরো টিমের পেছনে লাগছে। আসলে যাদের কাজ থাকে না তাদের মানুষের সাকসেস দেখলে পা* জ্বলে যায়। ’

Bootstrap Image Preview