Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কিম তিনটি ‘যৌন ভিডিও’ করেছে : রে জে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ০২:০৪ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২, ০২:০৪ PM

bdmorning Image Preview


জেমস কর্ডেনের সঙ্গে ‘দ্য লেট লেট শো’তে মেয়ে কিম কার্দাশিয়ানের সেক্স টেপ ফাঁস করার অভিযোগ অস্বীকার করার পর কিমের মা ক্রিস জেনারকে মিথ্যাবাদী উল্লেখ করে ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন কিমের প্রাক্তন প্রেমিক রে জে।  কিম কার্দাশিয়ানের বিরুদ্ধেও মিথ্যার অভিযোগ এনেছেন রে জে এবং কিমের সেক্স ভিডিও প্রসঙ্গে আরো বিস্ফোরক তথ্য শেয়ার করেছেন।  

প্রথমে তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্রিস জেনারের মিথ্যা আবিষ্কারক পরীক্ষাকে জাল বলে অভিহিত করেছেন রে জে। এরপর একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনেও তিনি সেক্স টেপ কেলেঙ্কারি সম্পর্কে আরও কথা বলেছেন এবং কিছু প্রমানও তুলে ধরেছেন।

এই র‌্যাপার তাঁর ইনস্টাগ্রাম ডিএম’তে একটি সিরিজ শেয়ার করেছেন যা তিনি এপ্রিল মাসে কার্দাশিয়ানের সঙ্গে বিনিময় করেছিলেন যেখানে তাকে কিমকে মেসেজ করতে দেখা গেছে। সেখানে তিনি কিমকে লিখেছিলেন, ‘আপনি জানেন আমরা কি করেছি। আপনার মা, জো ফ্রান্সিস (ভিভিড এর সিইও) এবং স্টিভ হির্শের সঙ্গে এই পুরো সেক্স টেপ চুক্তিটি নিয়ন্ত্রণ করেছিলেন।   এটি তাঁর বুদ্ধি ছিল ভিভিডের সঙ্গে টেপটি প্রকাশ করা। আর আমি যা করেছি সেটা হচ্ছে সম্মতি দেয়া।  

রে জে কিমকে অভিযুক্ত করে তাঁর কান্নাকে ‘নকল কান্না’ বলেও অভিহীত করেছেন।  

রে জে তাঁর পোস্ট করা দীর্ঘ ভিডিওগুলোর মধ্যে একটিতে মূল সেক্স টেপ চুক্তিটি কি ছিল সেটাও দেখান, যেখানে তারা উভয়েই চার লক্ষ ডলার পেয়েছেন। তিনি চুক্তির ডেলিভারেবল তালিকাভুক্ত আরেকটি পৃষ্ঠাও দেখিয়েছেন, যেখানে তিনটি পৃথক টেপ তালিকাভুক্ত ছিল এবং তিনি দাবি করেন যে কিম নিজের হাতে সেটি লিখেছিলেন।

সূত্র : পিঙ্ক ভিলা

Bootstrap Image Preview