Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে সাংবাদিকের উপর হামলাকারীদের শনাক্তের পরও ব্যবস্থায় নেয়নি পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫১ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক- গাজীপুরের কালিয়াকৈরে  ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অপরাধ বিষয়ক সাংবাদিক আসাদুল্লা লায়নের উপর সন্ত্রসীরা হামলা করেছে। হামলায় ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করেছে স্থানীয় পুলিশ, তবে তারা ঘটনার একদিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈরের মৌচাক এলাকার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ও ওই এলাকার দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। 

এ ঘটনায় অজ্ঞাত ৪ ব্যক্তিকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন লায়ন। এতে বলা হয়েছে, শুক্রবার দুপুরে ব্যক্তিগত কাজে কালিয়াকৈর যাওয়ার পথে নর্থ বেঙ্গল ফিলিং স্টেশন মোটরসাইকেলের অকটেন নিতে প্রবেশ করি। এ সময় বিপরীত দিক থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি মেরুন রংয়ের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২৫০২৮) দ্রুতগতিতে এসে আমার মোটরসাইকেলটি চাপা দিতে চায়।

এরপর গাড়ী থেকে নেমে একজন অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং আমাকে মারতে উদ্যত হয়। তখন আমার সাথে থাকা বন্ধু বাইক থেকে নেমে ঠেকানোর চেষ্টা করলে আরও বেশী ক্ষেপে গিয়ে দুইজনকেই মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে  তারা দেশীয় অস্ত্র এনে আমাদের উপর আক্রমণ করে। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে যাওয়ায় এবং পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা ‘তোদের দেখে নেব, মাইরা ফালাবো’ বলে হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

এ বিষয়ে আসাদুল্লা লায়ন বলেন, ঘটনাটি আমরা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করি। রেকর্ড করা ফুটেজ ও স্থানীয়দের বর্ণনা শুনে পুলিশ জড়িতদের শনাক্ত করে। কিন্ত তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি মৌচাক ফাড়ির পুলিশ। এরপর ঘটনাটি পুলিশের সিনিয়র কর্মকর্তাদের জানিয়ে থানায় জিডি করি।  

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকবর বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। ভুক্তভোগী আমার কাছে এলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

Bootstrap Image Preview