Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতজানু পররাষ্ট্রনীতির কারণে সাহস পাচ্ছে মিয়ানমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৪ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি কমরেড ডা. এম. এ. সামাদ বলেছেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে একদিকে ভারত যেমন সীমান্তে বাংলাদেশিদের হত্যা চালাচ্ছে তেমনি মিয়ানমারের মতো দেশও বর্বরতা দেখানোর সাহস দেখাচ্ছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, মিয়ানমার বাংলাদেশের ভেতরে মর্টার শেল নিক্ষেপ, গুলিবর্ষণ করছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবি-এম এর বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার ভোট ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতায় থাকায় সারাবিশ্ব এখন জেনে গেছে এ সরকারের সঙ্গে জনগণ নেই। জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, আজ ১৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে এটা দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তাসহ নানাবিধ সমস্যা তৈরি করছে। অথচ সরকার এখন পর্যন্ত এদের নিজ দেশে ফেরত পাঠাতে পারছে না। সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, সরকার সীমাহীন লুটপাট দুর্নীতি, গুম, খুন, অর্থ পাচার ও জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। জন বিচ্ছিন্ন সরকারের প্রতি আন্তর্জাতিক বিশ্বের কোনো আস্থা নেই।

সমাবেশে বক্তব্য রাখেন তালেবুল ইসলাম, জাহিদ আনসারী, তারেক ইসলাম বিডি, কমরেড নুর আফসানা নীপা, নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক।

Bootstrap Image Preview