Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সালমানের সঙ্গে কাজ করতে না পারায় আফসোস ;অপু বিশ্বাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৫ PM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সালমান শাহর সঙ্গে কাজ করতে না পারায় আফসোস রয়েগেল অভিনেত্রী অপু বিশ্বাসের। অভিনেতার ২৬তম মৃত্যুবার্ষিকীতে গণমাধ্যমের কাছে এ আফসোসের কথাই বললেন ‘ঢাকাই চলচ্চিত্রের কুইন’।অপু বিশ্বাস বলেন, ‘একটা আফসোসের জায়গা, পরিপূর্ণ আফসোস রয়ে গেছে। এ রকম একজন সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম হিরোর সঙ্গে কাজ করতে পারিনি―এটা একদমই অতৃপ্ত আত্মা।

কাজ করতে করতে আমাদেরও বেশ সময় কেটে যাচ্ছে। হয়তো কাজের সময়টাও শেষ হয়ে যাবে। কিন্তু সত্যিই অতৃপ্ত থেকে গেল। সালমান ভাইয়ের মতো আর্টিস্টের সঙ্গে আমরা কাজ করতে পারিনি। ’একমাত্র সালমানকেই ড্যাশিং হিরো মনে করেন অপু বিশ্বাস। বলেন, ‘ভাইয়ার যখন সিনেমাগুলো হতো, আমি আসলে ওই সময় সিনেমা বুঝতাম না। কিন্তু যখন আমি সিনেমার নায়িকা হলাম, তখন আমি তাদের কোনো সিনেমা বাদ দিয়েছি এটাও মনে হয় না। তবে স্টাইলিস্ট যদি বলা হয় ড্যাশিং, এটা একমাত্র সালমান ভাইকে বলা যায়, তার সাথেই এসব যায়। ’

শাহরুখ খানের সাথে সালমানের বন্ধুত্বের প্রসঙ্গ উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘উনার একটা গাড়ি ছিল হয়তো এটা স্কিপ করে গেছে, গাড়িটা যে হুড তোলা, ঠিক ওই সময় এমন গাড়ি চালানোর চিন্তাধারা কেউ করতে পারেনি। এবং আমার খুব পছন্দের একজন নায়ক শাহরুখ খান। তার সাথেও তার ভালো বন্ধুত্ব দেখেছি। ’পরিপূর্ণ হিরোইজম একমাত্র সালমান শাহর মধ্যেই ছিল বলে মনে করেন অপু বিশ্বাস। এ বিষয়ে তিনি বলেন, ‘সব কিছু মিলে বাংলাদেশকে প্রেজেন্ট করার মতো পরিপূর্ণ যে হিরোইজম থাকা দরকার তা সালমানের মধ্যেই ছিল। সত্যিই আমরা অনেক বেশি আনলাকি, আমি আনলাকি―তাদের মতো আমরা এ রকম মহানায়ককে আমরা পাইনি বা মহাশিল্পীকে আমরা পাইনি। ’ 

Bootstrap Image Preview