Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘গরুর মাংস খাওয়া ভালো’ বলায় মন্দিরে ঢুকতে দেয়া হলো না রণবীর আলিয়াকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৩ PM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


গোমাংস নিয়ে পুরনো একটি মন্তব্যের কারণে ভারতের মধ্যপ্রদেশে বিক্ষোভের মুখে পড়েছেন অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাঁকে ঢুকতেই দেওয়া হলো না শিব মন্দিরে।

আগামী শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে রণবীর এবং আলিয়া ভাট অভিনীত নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’। তার আগে মঙ্গলবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর শিব মন্দিরে আশীর্বাদ নিতে যান রণবীর ও আলিয়া।

সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখার্জি। মন্দিরের কাছে গেলেই বিক্ষোভের মুখে পড়েন তাঁরা।

এর আগে মঙ্গলবার মুম্বাই থেকে রওনা হয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের সামনে পৌঁছনোর পর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের অভ্যর্থনা জানানো। কিন্তু মন্দিরে ঢুকতে যেতেই বাধা দেন আগে থেকেই সমবেত হয়ে থাকা হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা। এসময় ১১ বছর আগে গোমাংস নিয়ে করা রণবীরের একটি মন্তব্যকে তুলে ধরে বিক্ষোভ দেখানো হয়।

রণবীর-আলিয়ারা মহাকালেশ্বর মন্দিরে আসার আগেই বজরং দলের স্থানীয় নেতা অঙ্কিত জিন্দল হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘রণবীর-আলিয়াকে আমরা মন্দিরে ঢুকতে দেব না। রণবীর বলেছিলেন, গোমাংস খাওয়া ভালো। যাঁরা এই ধরনের চিন্তাভাবনা করেন, তাঁদের মহাকালেশ্বর মন্দিরে কোনও ভাবেই ঢুকতে দেওয়া হবে না। ’

মঙ্গলবার আলিয়া, রণবীর, অয়ন মন্দিরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বজরং দলের কর্মী-সমর্থকরা কালো পতাকা দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। দু’পক্ষের মধ্যে হাতাহাতিও হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে উজ্জয়িনীর পুলিশকর্তা ওমপ্রকাশ মিশ্র বলেন, ‘রণবীর, আলিয়ারা আসবেন বলে আগে থেকেই ভিআইপি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল মহাকালেশ্বর মন্দিরে। রণবীর কপূররা মন্দিরে পৌঁছতেই বেশ কিছু লোক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। যদিও পরিস্থিতি সামলে নেওয়া হয়েছিল। ’

শেষ পর্যন্ত রণবীর ও আলিয়া মন্দিরে প্রবেশ করেননি।   একমাত্র অয়নই মন্দিরে ঢুকে পূজা দেন।  

Bootstrap Image Preview