Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩৬ কোটি টাকায় আসছে ৬টি সাইট সিয়িং বাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯ PM
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৫২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


দেশের অভ্যন্তরে পর্যটন আকর্ষণীয় এলাকায় ট্যুর পরিচালনার জন্য ছয়টি সাইট সিয়িং দোতলা বাস কেনা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, ‘ইউরোপের রাস্তায় চলাচল করা এসব বাসের প্রতিটির দাম ৬ কোটি টাকা। এ জন্য সব প্রক্রিয়া শেষ হয়েছে, এখন শুধু এলসি খোলা বাকি।’

গাজীপুর মহানগরের সালনা এলাকায় সোমবার দুপুরে সালনা রিসোর্ট ও পিকনিক স্পটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ট্যুরিজম ছাড়া পৃথিবীতে আর কোনো ইন্ডাস্ট্রি টেকসই নয়। কোনো দেশের চালিকাশক্তি হিসেবে জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারে ওই দেশের প্রকৃতি।’

তিনি বলেন, ‘মরিশাস প্রতি বছর ১৫ হাজার ৭০০ ডলার শুধু পর্যটন খাত থেকে আয় করে। সেখানে এমন কিছু ব্যতিক্রম দেখি নাই, যা বাংলাদেশে নাই। তবে সেখানে পর্যটকরা যথেষ্ট নিরাপত্তা পায়, নিরাপদে বেড়াতে পারে এটাই তাদের একমাত্র পুঁজি।’

প্রতিমন্ত্রী সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলী কদর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেখানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের অতিরিক্ত সচিব মো. অলি উল্যাহ, সুকেশ কুমার, আবু তাহের, যুগ্ম সচিব জামিল আহমেদ ও গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

সালনা রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, পর্যটক বর্ষ উপলক্ষে ৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালে সালনা রিসোর্ট এবং পিকনিক স্পট নির্মাণ শুরু হয়। এর নির্মাণকাজ শেষ হয় চলতি বছরের জুনে। ৩.১২ একর ভূমির ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনায় রিসোর্টটি তৈরি করা হয়েছে।

রিসোর্টে ৬টি আধুনিক কটেজ। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি কটেজে ২টি বেডরুম, ১টি ড্রইং কাম ডাইনিং রুম রয়েছে। শিশুদের খেলাধুলার জন্য রয়েছে নানা ব্যবস্থা।

Bootstrap Image Preview