Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘নগদ’ নিয়ে ‘অপপ্রচার’: বিকাশের ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ০২:৩৫ PM
আপডেট: ৩১ আগস্ট ২০২২, ০২:৩৫ PM

bdmorning Image Preview


মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারের দায়ে বিকাশের ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আগামী ২৬ অক্টোবর মামলাটির শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

‘নগদ’ কর্তৃপক্ষের করা মামলার ভিত্তিতে এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এই আদেশ দেন আদালত। 

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছর ঢাকাসহ কয়েকটি জেলায় কিছু লোক ‘নগদ’র বিপক্ষে বিভিন্ন অসত্য ও অতিরঞ্জিত তথ্য দিয়ে ‘একটু ভেবে দেখবেন কি’ শিরোনামে লিফলেট বিতরণ করে। এই ঘটনায় ‘নগদ’র লিগ্যাল ও কমপ্লায়েন্স বিভাগের কর্মকর্তা তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি একটি মামলা করেন। পরে আদালত এই মামলার তদন্তভার দেন পিবিআই’র ওপর। 

পরবর্তীতে পিবিআই তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পায় এবং একই বছরের ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমা দেয়। পিবিআই’র তদন্ত প্রতিবেদনে ঘটনায় বিকাশের কিছু কর্মকর্তা ‘জড়িত’ বলে উল্লেখ করা হয়। পরে বিকাশের মোট ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করে পিবিআই। আদালত এই ১৬ জনের নামে সমন জারি করলে চলতি মাসের ২২ তারিখ অভিযুক্তরা আদালতে হাজির হন। পরে তারা আদালতের কাছে মামলা থেকে অব্যাহতি দাবি করলে বাদী অভিযুক্তদের বিপক্ষে অভিযোগ গঠনের আবেদন করেন। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে অভিযোগ গঠনের জন্য অনুমতি দেন। 

এরপর বিকাশের বিজনেস হেড নাজমুল করিম, রিজিওনাল ম্যানেজার আব্দুস সুফীসহ মোট ১৬ জনের বিপক্ষে অভিযোগ গঠন করার অনুমতি দেন আদালত। এই মামলায় বাকি অভিযুক্তরা হলেন- মো. মশিউর রহমান, মো. আলামিন হোসেন, আবু হেনা, মো. গোলাম সারোয়ার, মো. রফিকুল ইসলাম, মো. নাহিদ হাসান, রুমানুল হক, মির্জা শিহাব উদ্দিন, রামানন্দ চন্দ্র সরকার, মাজহারুর ইসলাম শাওন, মো. আরিফ, মো. তরিকুল ইসলাম, মো. শেখ ফরিদ এবং মো. নাঈম। 

Bootstrap Image Preview