Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জুন ২০২৩ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাস্কের সঙ্গে ডেটে গেলেই তার গলা কেটে নেবেন অ্যাম্বার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ১২:৪৯ PM
আপডেট: ২৭ আগস্ট ২০২২, ১২:৪৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


দুনিয়া কাঁপানো ইলন মাস্কের প্রাক্তন প্রেমিকা যে অ্যাম্বার হার্ড তা এখন সবারই জানা। কিন্তু এখনও যে মাস্ক প্রাক্তন প্রেমিকার কথামতো চলেন তা হয়তো সবার অজানাই ছিল।দাম্পত্য কলহের কারণে ইতিমধ্যেই স্বামী জনি ডেপের থেকে আলাদা রয়েছেন অ্যাম্বার হার্ড। করেছেন মামলা। তাতে হেরে গিয়ে ক্ষতিপূরণও দিয়ে যাচ্ছেন স্বামী ডেপকে।

এসবের মূল কারণ হিসেবে ধরে নেয়া হয়েছে, প্রাক্তন প্রেমিক ইলন মাস্কের উপস্থিতিকে। তার জন্যই ডেপের সঙ্গে অ্যাম্বারের সম্পর্কের ইতি ঘটেছে, এমন গুঞ্জনও উঠেছে বহুবার। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি টেসলার সিইও। বরং নিরবে সব সময় অ্যাম্বারের পাশেই থাকতে চেয়েছেন। কিন্তু নীরবতা ভেঙে যেন সরব হয়ে উঠলেন অ্যাম্বার নিজেই। সম্প্রতি মাস্কের বর্তমান প্রেমিকাকে হুমকি দিয়েছেন প্রাক্তন প্রেমিকা অ্যাম্বার হার্ড। নাম প্রকাশ্যে আনতে অনিচ্ছুক ওই প্রেমিকা সাংবাদিকদের জানান, মাস্কের সঙ্গে ডেটে গেলেই তার গলা কেটে নেবেন অ্যাম্বার। এমন হুমকিতে তিনি অনেকটাই বিব্রত।

এ বিষয়ে মাস্কের কোনো মন্তব্য নেই। তবে কি পুরনো প্রেম আর প্রেমিকাতেই ফিরে যেতে চান ইলন মাস্ক? এই প্রশ্নের উত্তর শুধু সময়ই বলে দিতে পারবে।

Bootstrap Image Preview