Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে কালিয়াকৈর উপজেলার অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ৫ গুদাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ০২:১৪ PM
আপডেট: ২৪ আগস্ট ২০২২, ০২:১৪ PM

bdmorning Image Preview


গাজীপুর কালিয়াকৈর উপজেলার জোড়াপাম্প এলাকায় আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি ঝুটের গোডাউন। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে: চালক আহত, সহকারীর মৃত্যুগাজীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ছুটি চেয়েও পাননি, অসুস্থ শরীরে কাজ করতে করতেই প্রাণ গেলো পোশাক শ্রমিকেরমঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় বাসিন্দা ফখরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে প্রথমে একটি ঝুট গোডাউনে আগুন লাগে। তা দ্রুত পাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী স্থানীয় ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ইতোমধ্যে পাঁচটি গোডাউন ও মালামাল পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, আগুনে ৫টি গুদামের সব মালামাল পুড়ে গেছে। বিদ্যুতের সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি।

Bootstrap Image Preview