Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ডিসেম্বার ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পররাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য, আ. লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ১০:২২ AM
আপডেট: ২২ আগস্ট ২০২২, ১০:২২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তিনি শুধু দলীয় সংসদ সদস্য। তাকে কোনো কথা বলার দায়িত্ব দেয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী। কেউ নিজ থেকে কোনো বক্তব্য দিলে তার দায়িত্ব সরকার নেবে না। দায়িত্বপূর্ণ পদে থাকলে দায়িত্বশীল কথা বলাই সমীচীন বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, বিএনপি বিদেশিদের কাছে মানবাধিকারের কথা বলে, অথচ তাদের সময় ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। বিএনপির দেয়া গুমের তালিকার ব্যক্তিরা কয়েকদিন পরপর নিজ থেকে ফিরে আসে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

Bootstrap Image Preview