Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার অস্থির হয়ে উঠছে আটা-ময়দার দাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ১২:২৩ PM
আপডেট: ২০ আগস্ট ২০২২, ১২:২৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


 চাল, ডাল ভোজ্যতেলের পাশাপাশি এবার অস্থির হয়ে উঠছে আটা-ময়দার মোকাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ৫ টাকা। আমদানীকারকরা বলছেন, বিশ্ববাজারে গমের সংকটের সাথে বেড়েছে ডলারের দাম। পাশাপাশি জ্বালানি তেলের প্রভাব পড়েছে পরিবহন ভাড়ায়। যার কারণে বৃদ্ধি পেয়েছে আটা-ময়দার দাম।

কারওয়ানবাজারের খুচরা দোকানে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ৫৩-৫৪ টাকা আর প্যাকেটজাত আটা কিনতে লাগছে ৫৮ টাকা। খোলা ময়দার কেজি ৬০ টাকা আর প্যাকেটজাত ৬৫ টাকা। দোকানিরা বলছেন, কোম্পানি পযার্য়ে দাম বাড়ানো হয়েছে। দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন, জনগণের দুর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার।

আর আমদানিকারক ও পাইকাররা অভিযোগ করেছেন, বিশ্ববাজারে গমের সংকট। ডলারের উচ্চমূল্যের কারণে আমদানি খরচ বেড়েছে। স্থানীয় পর্যায়ে বেড়েছে পরিবহন ভাড়া। এর পাশাপাশি অসাধু সিন্ডিকেটের কারসাজি তো আছেই।

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের, টিসিবি বলছে, মাসের ব্যবধানে আটার দাম বেড়েছে ২৮ শতাংশ। ময়দার দাম বেড়েছে ৬ শতাংশের বেশি।

Bootstrap Image Preview