Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেপ্টেম্বরে থেকে ১৫ টাকায় পাওয়া যাবে চাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ০৬:৪০ PM
আপডেট: ১৪ আগস্ট ২০২২, ০৬:৪০ PM

bdmorning Image Preview


দেশে হতদরিদ্রদের জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচি জেলা শহর, পৌরসভা বা সিটি এলাকায় একযোগে চলবে। এর ফলে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ৫০ লাখ পরিবারের চার কোটি মানুষকে লক্ষ্য করে এ কর্মসূচি শুরু হবে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এ কর্মসূচির জন্য আমাদের দুই হাজার ১৩ জন ডিলার আছে। প্রত্যেক ডিলার প্রতিদিন দুই মেট্রিক টন করে চাল পাবেন। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় থাকা ভোক্তারা মাসের হিসাবে ৩০ কেজি চাল পাবেন ১৫ টাকা প্রতি কেজি দরে। এই কর্মসূচিতে তালিকাভুক্ত পরিবার চাল কিনতে পারবে। আর ওএমএসের চাল যে কেউ কিনতে পারবেন। ৩০ টাকা কেজিতে এ চাল একজন পাঁচ কেজি করে কেনা যাবে। ’

খাদ্যবান্ধব কর্মসূচি বছরে পাঁচ মাস হয়―সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল। ৫০ লাখ পরিবার যখন উপকৃত হবে তখন বাজার থেকে চাল কেনা লাগবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী।

চালের দাম বৃদ্ধির কারণে আমদানিরও চিন্তা রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।

Bootstrap Image Preview