Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই মিনিটে ১ বোতল মদ খাওয়ার বাজি, মারা গেলেন যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১১:২২ AM
আপডেট: ১৫ জুলাই ২০২২, ১১:২২ AM

bdmorning Image Preview


দুই মিনিটে এক বোতল মদ খাওয়ার বাজি ধরে অবশেষে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার ২৫ বছর বয়সী এক যুবক। বাজি ছিল মাত্র ১০ পাউন্ডের (যা বাংলাদেশি টাকায় এক হাজার টাকা)। ওই যুবক যে মদ খেয়ে মারা যান তাতে অ্যালকোহলের পরিমাণ ছিল ৩৫ শতাংশ। খবর ডেইলি মেইলের।

খবরে বলা হয়, ওই যুবক লিম্পোপোর মাশাম্বা গ্রামের একটি দোকানে মদ খেতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দেখেন কে কত দ্রুত এক বোতলের মদ শেষ করতে পারে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। ওই যুবকও প্রতিযোগিতায় অংশ নেন।

প্রায় দুই মিনিটের মধ্যে একটি মদের বোতলের সবটা শেষ করার পরপরই তাকে নিয়ে উপস্থিত সবাই উল্লাস শুরু করেন। তবে কিছুক্ষণ পরই যুবকটি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ওই যুবককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লিম্পোপো পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার মোটলাফেলা মোজাপেলো বলেন, মাশাম্বা গ্রামের একটি দোকানে মদ পানের প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগিতায় যে বিজয়ী হবে সে নগদ ১০ পাউন্ড পাবে। যুবকটি সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

এরই মধ্যে যুবকের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে লিম্পোপোর পুলিশ। সেইসঙ্গে কে বা কারা এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তা জানতেও তদন্ত শুরু করেছে।

Bootstrap Image Preview