Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্বল, অসহায় পুরুষদের প্রতি আকৃষ্ট হতাম : পূজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ০১:৪৯ PM
আপডেট: ১৪ জুলাই ২০২২, ০১:৪৯ PM

bdmorning Image Preview


১৯৮৯ সালের ‘ড্যাডি’ ছবি দিয়ে হাতেখড়ি পূজার। ১৭ বছর বয়সে বলিউডে পা রেখেছিলেন পূজা ভাট। বয়স ২০-এর কোঠায় পড়তে না পড়তেই একের পর এক পুরুষের আনাগোনা তার জীবনে।

তাদের প্রত্যেককে মন দিয়ে পর্যবেক্ষণ করতেন পূজা। তবে তরুণী অভিনেত্রীর আগ্রহ ছিল অন্যদিকে। পুরনো সেই সত্তার কথা আজ মনে পড়লে অবাক হন পূজা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দিল হ্যায় কি মানতা নহি’র নায়িকা বলেন, ‘সে সময়ে আমি কেবল দুর্বল, অসহায়, ভীরু প্রজাতির পুরুষদের প্রতি আকৃষ্ট হতাম। ত্রাতার ভূমিকায় এসে তাদের বলতে ইচ্ছে করত, ‘এই যে আমি এসে গিয়েছি। আর কোনো ভয় নেই।’ ধরা যাক, যদি একটা ঘরে ১০০ জন পুরুষ উপস্থিত থাকেন, তাদের মধ্যে কর্মঠ, বলে-কয়ে ৯৯ জন আমার চোখে পড়বেন না। আমি ঠিক খুঁজে নেব সেই একজনকে, যিনি ইঁদুরের মতো টেবিলের তলায় লুকিয়ে রয়েছেন।’ অভিনেত্রী-পরিচালক পূজা ২০০৩ সালের আগস্ট মাসে মণীশ মাখিজার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ২০০৪ সালে ‘পাপ’ ছবিতে একসঙ্গে কাজও করেছিলেন। তবে ১১ বছরের দাম্পত্য ভাঙে ২০১৪ সালের ডিসেম্বরে। তারপর থেকে একাই রয়েছেন পূজা। বলছেন, এই বেশ ভালো আছেন।

এখনো কি আগের মতো সাহায্যপ্রার্থী মানুষের প্রেমে পড়েন তিনি? মহেশ কন্যা হেসে বলেন, ‘পরে বুঝতে পেরেছি অন্য কাউকে নয়, নিজেকে ঠিক করার প্রয়োজন ছিল। আমি আজও মনে করি প্রেমই জীবন। জীবনকে ভালোবাসতে গেলে প্রেমে পড়া জরুরি। যদিও আমি একার জীবন জমিয়ে উপভোগ করছি।’ ‘পাপ’ মুভিতে অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নেওয়ার পর ‘হলিডে’, ‘ধোঁকা’, ‘কাজরারে’ এবং ‘জিসম ২’ এর মতো ছবির হাত ধরে পরিচালনায় আসেন পূজা।
 

Bootstrap Image Preview