Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর আত্মহত্যার ৭ মাস পর খুন হলেন সতীশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২২, ০৯:০৮ PM
আপডেট: ২২ জুন ২০২২, ০৯:০৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


স্ত্রীর আত্মহত্যার ৭ মাস পর নিজ বাসায় খুন হলেন কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির তরুণ নায়ক সতীশ বজরা। বেঙ্গালুরুর আরআর নগরের নিজ বাসায় খুন হন ‘লাগোরি’ খ্যাত এ চিত্রনায়ক। এ ঘটনায় ইতোমধ্যে দু’জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সতীশের বাসার দরোজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে ভবন মালিককে খবর দেন পাশের ফ্ল্যাটের সতীশের এক প্রতিবেশি। পরে পুলিশ এসে তালাবদ্ধ দরজা খুলে সতীশের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।

পুলিশের মতে, পরিবারের অনিচ্ছায় সতীশকে বিয়ে করেছিলেন তার স্ত্রী। অভিযোগ ছিলো, বিয়ের পর নানাভাবে নির্যাতনের। বোনের আত্মহত্যার প্রতিশোধ নিতে শ্যালক সুদর্শন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Bootstrap Image Preview