Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতখরচ চালাতে যৌনপেশায় প্রেমিকা, যৌনরোগে আক্রান্ত হওয়ার পর জানতে পারলেন প্রেমিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২২, ১১:২৩ PM
আপডেট: ২০ জুন ২০২২, ১১:২৩ PM

bdmorning Image Preview


প্রেমিক থেকে অনেক কথাই গোপন করেন অনেকে। কেউ কেউ জড়িয়ে পড়েন অন্য সম্পর্কেও। কিন্তু সেই কথা ফাঁস হতেই বিপর্যস্ত হয় সম্পর্ক। তেমনই ঘটনা ঘটল নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির জীবনে। ঘটনাটি তিনি নিজেই জানিয়েছেন একটি সংবাদ সংস্থাকে।

৪৭ বছর বয়সি সেই ব্যক্তি জানিয়েছেন, তার প্রেমিকার বয়স ৩৯ বছর। দীর্ঘদিন ধরেই সুখী দাম্পত্য ছিল তাদের। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে নানা কারণে টানাপড়েন তৈরি হয়। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। একাই চিকিৎসাকেন্দ্রে যান তিনি। পরীক্ষা করে জানা যায়, গনোরিয়াতে আক্রান্ত হয়েছেন। পরীক্ষার ফলাফল শুনে তো আকাশ থেকে পড়ার জোগাড় ওই ব্যক্তির। কারণ সঙ্গিনী ছাড়া কারও সঙ্গেই শারীরিক সম্পর্ক নেই তাঁর।

এর পরেও অবশ্য মহিলার প্রতি সন্দেহ জন্মায়নি ওই যুবকের। গোটা ঘটনা সঙ্গিনীকে খুলেও বলেন। প্রেমিকা তাকে জানান, হয়তো অন্য কোনও ভাবে রোগাক্রান্ত হয়েছেন তিনি। কিন্তু হঠাৎ ওই ব্যক্তি খেয়াল করেন যে, তাকে চিকিৎসকরা যে ওষুধ দিচ্ছেন, মাস খানেক আগে থেকেই তা খাচ্ছেন তার সঙ্গিনী। সন্দেহ সিদ্ধান্তে পরিণত হয় সঙ্গিনীর মোবাইল পরিক্ষা করার পর। যুবক দেখতে পান, ওই মহিলার ফোনে একাধিক পুরুষের ঠিকানা ও সময় হিসাব করে টাকার পরিমাণ লেখা বার্তা আসে।

তবে এত কিছুর পরেও ওই ব্যক্তি জানিয়েছেন, এই ভালবাসার বন্ধন তিনি ভাঙতে পারছেন না। ওই মহিলাকে এখনও ভালবাসেন তিনি।

 

Bootstrap Image Preview