Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রেমিককে না পেয়ে ব্যাচেলরই থেকে যান ফারহানা মিলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২২, ০৫:২১ PM
আপডেট: ০৩ জুন ২০২২, ০৫:২১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


হোসেন আর জামাল একে অপরের পরিচিত। দুজনেই বিশ্ববিদ্যালয়ে পড়ে। হোসেন রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু আদর্শবান হওয়ায় কর্মজীবনে তেমন একটা সুবিধা করতে পারে না। হোসেনকে ভালোবাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিউলি। হোসেনের ভবিষ্যত অনিশ্চিত জেনে শিউলিকে অনুরোধ করে জামালকে বিয়ে করার জন্য। কিন্তু শিউলি তাতে রাজি হয় না। জামাল তৃণা নামের একটি মেয়েকে বিয়ে করে  গ্রামে চলে যায় এদিকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হোসেনকে  জামাল ও তার স্ত্রী তৃণা হাসপাতালে দেখতে আসেন। হোসেন জামালকে শিউলির কথা জিজ্ঞেস করলে একদিন জামাল শিউলিকে নিয়ে হাসপাতালে আসে। তখন সবাই জানতে পারে হোসেনকে ভালোবেসে শিউলি এখনো বিয়ে করে নি। 

এমন মনস্তাত্ত্বিক জটিলতা ও বিয়োগাত্মক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘দুজনার দুটি পথ’। জামাল উদ্দিন জামালের রচনায় এটি প্রযোজনা করেছেন হাসান রিয়াদ।  অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, ফারহানা মিলি, শাহদাৎ হোসেন নিপু, চাঁদনী, ইকবাল বাবু, কাজল মজুমদার, কবির টুটুল প্রমুখ।  নির্দেশনা দিয়েছেন শাহাদাৎ হোসেন নিপু। 

 আগামী ৪ জুন শনিবার রাত ৯টায় নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

Bootstrap Image Preview